ফেসবুকের পাতা থেকে

মেট্রো নিউজ ।। ১৭ নভেম্বর ছিল বিশিষ্ট সাংবাদিক শাহ মতিন টিপুর জন্মদিন। তার  জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছার ডালি ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগ শুভেচ্ছার কথা টুকরো টুকরো হলেও- সেখানে রফিক সরকার নামে ‍একজন গণমাধ্যম কর্মীর পত্রটি ছিল বেশ দীর্ঘ। মিডিয়া সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ হওয়ায় পত্রটি ‍এখানে হুবহু তুলে দেওয়া হলো :

‘শাহ মতিন টিপু ভাইয়ের শুভ জন্মদিন। টিপু ভাইয়ের সাথে আমার পরিচয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। তিনি তখন বাংলাবাজার পত্রিকার সহকারী সম্পাদক। সেটা ২০০১/০২ সালের কথা। সবে লেখালেখি শুরু করেছি।

অনেকেই তরুণ লেখকদের খুব একটা পাত্তা দিতেন না। কিন্তু সেদিক থেকে টিপু ভাই ছিলেন আালাদা। ভুলগুলো সুধরে দিয়ে আমার লেখা তিনি বাংলাবাজার পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশ করেছেন। কোন পত্রিকার সম্পাদকীয় পাতায় নিজের লেখা! আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না।

তিনি বললেন ‘‘চালিয়ে যান’’ আর তখন থেকে লেখা লেখির আগ্রহটা বেড়ে গেল কয়েকগুণ। টিপু ভাইয়ের সহযোগীতায় দেশের বেশ কিছু জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে লেখালেখির সুযোগ পেয়েছি। বর্তমানে দেশের সেরা ১০টি অনলাইল নিউজ পোর্টালের মধ্যে একটি রাইজিং বিডিতে কাজ করছি। বিভিন্ন সময়ে অসময়ে ফোনে তাকে বিরক্ত করি দিক নির্দেশনা পাওয়ার জন্য। লোকটি একেবারেই বিরক্ত হননা। বরং হাসি মুখে সব সময় সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।

আসলে টিপু ভাইয়ের কাছে নিয়েছি অনেক। কিন্তু শ্রদ্ধা-ভক্তি ছাড়া দিতে পারিনি কিছুই। তার আজকের এই শুভদিনে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখে। আর আমার মতো নতুন ও মফস্বলের লেখা লেখির মানুষগুলোকে সহযোগীতা করে যান পর ভালোবাসায়।

শুভ জন্মদিন টিপু ভাই।

দীর্ঘজীবি হউন।”

Print Friendly, PDF & Email

Related Posts