কত দিন আপনার আয়ু ?

বিডিমেট্রোনিউজ ডেস্ক আপনার বাবা-মা কতদিন বেঁচে ছিলেন সে সংখ্যা থেকে আপনি কতদিন বাঁচবেন, তার একটি শক্তিশালী ইঙ্গিত পাওয়া যায়! সাম্প্রতিক একটি গবেষণার ফলাফলে এমনটাই জানানো হয়েছে।

নতুন এই গবেষণার ফলাফল অনুসারে কারো মা বা বাবা যদি ৭০ বছর বেঁচে থাকেন তাহলে তারও ১৭% সম্ভাবনা রয়েছে ৮০ বছর পর্যন্ত বাঁচার। এবং এই প্রভাব ক্রমান্বয়ে বাড়তেই থাকে। তাই যদি কারো পিতা বা মাতা ১০০ বছর পর্যন্ত বাঁচে তারও ৬৮ শতাংশ সম্ভাবনা রয়েছে ৭০ বছর পর্যন্ত বাঁচার।

 

যাদের মাতাপিতা ৭০ বছর পর্যন্ত বাঁচে তাদের হৃদরোগ বা ক্যান্সারে মৃত্যুর সম্ভাবনা কমে যায়। ৭০ এর পরে মাতাপিতার প্রতি ১ দশক বেঁচে থাকার জন্য তাদের সন্তানদের ক্যান্সারের ঝুঁকি সাত শতাংশ এবং হৃদরোগের ঝুঁকি বিশ শতাংশ কমে যায়।

 

এক্সেটার মেডিকেল স্কুল ইউনিভার্সিটির এপিডেমিওলজি এবং জনস্বাস্থ্য গ্রুপের একজন রিসার্চ ফেলো এবং প্রধান লেখক ড. জেনিস  অ্যাটকিন্স বলেন, ‘আমাদের জানামতে এই বিষয়টিকে নিয়ে করা এটিই সর্বববৃহৎ গবেষণা যেখানে উঠে এসেছে যে আপনার বাবা-মা যত বেশি দিন বেঁচে থাকবে, আপনার ৬০ এবং ৭০ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা তত বেশি হবে।’

 

মেডিকেল রিসার্চ কাউন্সিল দ্বারা অর্থায়নকৃত এই গবেষণায় যুক্তরাজ্যের বায়োব্যাংকে নথিভুক্ত ৫৫-৭৭ বয়সী ১,৮৬,০০০ মানুষের তথ্য ব্যবহার করা হয় যাদেরকে তারা আট বছর ধরে অনুসূরণ করে আসছিল।

 

গবেষক দলটি দেখতে পায় যে, যাদের বাবা-মা দীর্ঘদিন বেঁচে ছিল তাদের ক্ষেত্রে হৃদরোগ, হৃদযন্ত্রের ক্রিয়া, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, উচ্চ কলেস্টেরলের মাত্রা এবং অ্যাটরিয়েল ফাইব্রিলেশন সহ একাধিক রোগের প্রকোপ কম ছিল।

 

Print Friendly, PDF & Email

Related Posts