বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ শীত একেবারে দোরগোড়ায়৷ আর আপনাকে এক্ষুনি সাজিয়ে নিতে হবে নিজেকে৷ নাহলে শুষ্ক ত্বকের সমস্যা থেকে আরও হাজারো সমস্যা আপনার পিছু ছাড়বে না৷ তাই এই শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন রইল টিপস৷
ড্রাই শ্যাম্পু
রাতে বাড়ি ফিরে স্নান করার সময় ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন৷ কারণ রাতে ঘুমানোর সময় মাথার স্ক্যাল্প থেকে তেল নিঃসৃত হয়৷ তেলসমৃদ্ধ কোনও শ্যাম্পু ব্যবহার করলে বাড়তি তেলের জন্য চুল দেখতে ডাল লাগে৷ তাই ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন৷ এতে চুল ফ্রেশ লাগে৷
লিপ বাম
রুক্ষ শুষ্ক ঠোঁট দেখতে কি কারও ভালো লাগে বলুন তো? যতই ভালো জামা পরুন কিংবা সাজুন, ঠোঁট দেখতে সুন্দর না হলে সব মাটি হয়ে যায়৷ বিশেষত শীতকালে ঠোঁট ফাটার সমস্যা হয়৷ রাত্রিবেলা ঘুমানোর আগে ঠোঁটে পুরু করে লিপ বাম লাগিয়ে নিন৷ সকালে পাউট ফ্রেন্ডলি ঠোঁট পেতে কষ্ট হবে না৷
আই ক্রিম
চোখের নিচে এক পরত কালি থাকলে, মেক -আপ লাগালেও গ্ল্যাম লুক পাবেন না৷ তার চেয়ে বরং চোখের রিল্যাক্সেশনের জন্য আই ক্রিম ম্যাসাজ করে লাগান৷ চোখ যেহেতু ভীষণ সংবেদনশীল তাই সবসময় ভালো ব্র্যান্ডের আই ক্রিম ব্যবহার করুন৷ ঘুমানোর আগে আলু বা শসা স্লাইস করে চোখের ওপর রেখে কিছুক্ষণ রিল্যাক্স করে নিতে পারেন৷
ভেসলিন
শীতকাল প্রায় কড়া নাড়ছে৷ ফলে ফাটা গোড়ালির সমস্যা দেখা দিতে চলেছে৷ তাই আগে থেকেই এই সমস্যা প্রতিরোধ করুন৷ কিভাবে? খুব সহজ৷ রোজ রাতে গোড়ালিতে ভেসলিন ম্যাসাজ করে লাগিয়ে নিন৷ এতে পা চাপমুক্ত হবে৷
গ্রেপসিড অয়েল
চোখের পাতা সুন্দর না হলে চোখ সুন্দর হতে পারে না৷ তাই চোখের পাতা সুন্দর করে তোলার দায়িত্ব আপনাকেই নিতে হবে৷ পুরোনো মাসকারা আমন্ড গ্রেপসিড অয়েলে ডুবিয়ে চোখে লাগিয়ে নিন৷ সারারাত এরকমভাবেই চোখ থাকবে৷ পরদিন জল দিয়ে চোখ ধুয়ে দিন৷ এই টোটকায় চোখের পাতা ঘন হবেই৷
অ্যালোভেরা
চুলের ডগায় ভালো করে অ্যালোভেরা অয়েল লাগিয়ে সারারাত রাখলে ডগা ফাটার সমস্যা হবে না এবং চুল সুন্দর হবে৷ বাড়িতেই লাগিয়ে নিতে পারেন অ্যালোভেরা গাছ৷ যত্ন করা এমন কিছু কঠিন নয়৷ রূপচর্চাও হবে , খরচও বাঁচবে৷
মেনে চলতে পারেন এই সব টিপস৷ আর এই শীতে নজর কাড়ুন সকলের৷