অবশেষে প্রকাশ হলো অষ্টম পে স্কেলের গেজেট

বিডি মেট্রোনিউজ ।। অবশেষে প্রকাশ হলো প্রতীক্ষিত অষ্টম পে স্কেলের গেজেট । সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশ হয়েছে বিজয় দিবসের বিশেষ উপহার হিসেবে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেতন স্কেলের গেজেটের মোড়ক উন্মোচন করেন।

pay+schel.+1

*পে-স্কেলের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশকে অর্থমন্ত্রী সরকারি চাকারিজীবীদের জন্য সরকারের দেওয়া বিজয় দিবসের বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছেন। এর আগে অষ্টম বেতন স্কেলের গেজেটের চূড়ান্ত কপি অর্থমন্ত্রী মুহিতের হাতে হস্তান্তর করেন অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান। এরপর অর্থমন্ত্রী গেজেটের মোড়ক উন্মোচন করেন। নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা হলো।

নতুন বেতন স্কেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেবিনেট ও মূখ্য সচিব পাবেন ৮৬ হাজার টাকা এবং সিনিয়র সচিবরা পাবেন ৮২ হাজার টাকা।

আগামী ১৭ ডিসেম্বর দুপুর দেড়টায় অর্থমন্ত্রী নতুন পে-স্কেল অনুযায়ী অনলাইনে পে-ফিক্সেসন এবং পেনসনারদের বেতন নির্ধারণ ব্যবস্থা উদ্বোধন করবেন। আর এর মাধ্যমে নতুন পে-স্কেলের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ উপহার। আশা করি, নতুন পে-স্কেল সরকারি চাকরিজীবীদের আশার প্রতিফলন হবে। ’

তিনি বলেন, ‘সিলেকশন গ্রেড ও টাইমস্কেল নিয়ে অনেক বিতর্ক ছিল। অনেকেই এ দুটি বিষয় নিয়ে অনেক দাবি তুলে ছিলেন। শেষ পর্যন্ত এ দুটি পদ্ধতি থাকছে না। তার পরিবর্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিজীবীদের চাকরির ১০ বছর অতিক্রান্ত হওয়ার পর একটি গ্রেড মানোন্নয়ন হবে এবং ১৫ বছর অতিক্রান্ত হওয়ার পর আরো একটি গ্রেডের মানোন্নয়ন হবে। এতে তারা অনেক বেশি লাভবান হবেন।’

তিনি বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি স্কুলের শিক্ষকরা পে-স্কেলের খসড়া প্রকাশের পর কঠোর অবস্থান নেন। এ ছাড়া আরো বেশ কিছু সমস্যা ছিল, সেগুলো সমন্বয় করতে গিয়ে সময় লেগেছে। প্রজ্ঞাপন জারিতে কিছুটা দেরি হলেও  একটি ভালো পে -স্কেল দিতে পেরেছি। পে-কমিশন ১৬টি স্কেল রাখার সুপারিশ করেছিল। সচিব কমিটি ২০টি গ্রেড রাখার প্রস্তাব করে। শেষ পর্যন্ত ২০টি স্কেলই রাখা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে স্কেল কমানো হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রতি পাঁচ বছর অন্তর পে-কমিশন গঠন না করে ভবিষ্যতে একটি স্থায়ী ইউনিট করার পরিকল্পনা আছে। এই ইউনিট বাজারদরসহ অন্যান্য বিষয় মনিটরিং করে বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করবে এবং সে অনুযায়ী কাজ হবে।’

অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর তা বাস্তবায়নে স্বার্থান্বেষী একটি মহল তাদের স্বার্থে নানা অজুহাতে বেতন কাঠামোর আদেশ জারিতে বিলম্ব করতে থাকে। এ অবস্থায় চাকরিজীবীরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ দাবি করেন। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হলে সেখান থেকে মোট পাঁচটি বিষয়ে জানতে চেয়ে ফাইল অর্থমন্ত্রণালয়ে ফেরত পাঠায়। গত দুই দিন নিরলস কাজ করে এবং প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী  পে-স্কেলের গেজেট প্রকাশ চূড়ান্ত করেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বেতন আদেশ চূড়ান্ত হয়।

ড. ফরাস উদ্দিনের নেতেৃত্বে গঠিত অষ্টম পে-কমিশন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার সুপারিশ করে। একইসঙ্গে কমিশন সরকারি চাকরিজীবীদের বর্তমান ২০টি গ্রেড থেকে কমিয়ে ১৬টি গ্রেড করার সুপারিশ করে। কিন্তু সচিব কমিটি পে-কমিশনের বেশ কিছু সুপারিশে সংশোধন আনে। এর মধ্যে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার সুপারিশ বহাল রাখলেও সচিব কমিটি পে-কমিশনের ১৬টি গ্রেডের সুপারিশের পরিবর্তে ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করে। চূড়ান্ত পর্যায়ে সেটাই বহাল রাখা হয়।

* পে-স্কেলের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 

 

Print Friendly, PDF & Email

Related Posts