বাংলাদেশে ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারের যোগদান

বিডি মেট্রোনিউজ || বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ তার দায়িত্বপালন শেষে আজ বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। ঢাকায় এসেছেন নব নিযুক্ত ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়াইকা।

হাই কমিশনার হিসাবে মনোনীত শ্রী হর্ষবর্ধন শ্রিংলা আসবেন নতুন বছরের শধ্য জানুয়ারিতে। তিনি না আসা পর্যন্ত  ড. আদর্শ সোয়াইকা ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারের দায়িত্ব পালন করবেন।

ড. আদর্শ সোয়াইকা এরআগে নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ে জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। তার আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোতে ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।

নতুন হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা জানুয়ারির মাঝামাঝি ঢাকা আসার পর তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন সোয়াইকা। রসায়নে পিএইচডি ডিগ্রিধারী সোয়াইকা হিন্দি, বাংলা ও রাশিয়ান ভাষায় কথা বলেন।

নভেম্বরের শেষ দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘খুব শিগগিরই’ মস্কো মিশনে যোগ দিচ্ছেন সরণ।

শ্রিংলা ভারতের ফরেন সার্ভিসে সরনের দুই বছরের কনিষ্ঠ। সরন ফরেন সার্ভিসে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। পেশাদার কূটনীতিক সরণের বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

Print Friendly, PDF & Email

Related Posts