বিডি মেট্রোনিউজ || সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন। গত ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তারিখ নির্ধারণ করে রবিবারই আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর যে প্রজ্ঞাপন হয়েছিল, তাতে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না। এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ে থাকা ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক।
রবিবার আদেশ জারির আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে অষ্টম বেতন কাঠামো হয়েছে, তার সব সুযোগ-সুবিধা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন।
চলতি বছরের জুলাই মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে। আগামী মাসে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সবাই। জুলাই থেকে পাঁচ মাসের বকেয়াও পাবেন তারা।