বিডি মেট্রোনিউজ || আইসিইউতে থাকা এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে স্টাফ নার্স মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্য রাতে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুলের বিরুদ্ধে ২ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতালে ভর্তি একজন নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ঐ নারী রোগী গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
অপারেশনের রোগী হওয়ায় তিনি অজ্ঞান ছিলেন। এই সুযোগে হাসপাতালের নার্স সাইফুল ইসলাম তাকে যৌন নিপীড়ন করেন।
এই ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দেয়ার পর সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। হাইকোর্ট সাইফুলকে গ্রেফতার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেয়।