বিজিবি মাঠে থাকবে ৫ দিন

বিডি মেট্রোনিউজ || পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ দিন মাঠে থাকবে বিজিবি। রোববার বিকেলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ তথ্য জানান।

 তিনি জানান, যেসব পৌরসভায় নির্বাচন হবে তার সবগুলোতেই বিজিবি মোতায়েন করা হবে। ভোট গ্রহণের দিনসহ আগে ও পরে দুদিন করে মোট পাঁচদিন বিজিবি মোতায়েন থাকবে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান, যেসব পৌরসভায় ভোটর সংখ্যা এক লাখের বেশি সেসব পৌরসভায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। আর ভোটার সংখ্যা এক লাখের কম- এমন পৌরসভাগুলোতে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। সে অনুযায়ী সোমবার থেকেই মাঠে নামছে বিজিবি।

 

Print Friendly, PDF & Email

Related Posts