নির্বাচন ২০১৫ || কিছু ভিন্ন তথ্য

 বিডি মেট্রোনিউজ || আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য দলের প্রার্থী নেই ২২ পৌরসভায়।  আজ যে ২৩৪ পৌরসভায় নির্বাচন হচ্ছে তার চারটিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপির কোন প্রার্থী নেই। পৌরসভা চারটি হচ্ছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল, মাদারীপুরের কালকিনি ও শিবচর এবং চট্টগ্রামের চন্দনাইশ। আর ২২টি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য কোনো দলের প্রার্থী এমনকি স্বতন্ত্র প্রার্থীও নেই। পৌরসভাগুলো হচ্ছে-বগুড়ার সান্তাহার, রাজশাহীর কাকনহাট ও ভবানীগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, পাবনার ঈশ্বরদী, যশোরের কেশবপুর, ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন, পিরোজপুরের স্বরূপকাঠী, টাঙ্গাইলের মির্জাপুর, জামালপুরের দেওয়ানগঞ্জ, ময়মনসিংহের গাফরগাঁও, নেত্রকোনার কেন্দুয়া ও দুর্গাপুর, কিশোরগঞ্জের কুলিয়ারচর, শরীয়তপুরের ডামুড্যা, হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুুর, ফেনীর দাগনভূঞা এবং চট্টগ্রামের বাঁশখালী, বারইয়ারহাট ও সন্দ্বীপ।
মেয়র পদে ১৫ জন নারী
মেয়র পদে মোট ১৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদের মধ্যে সাত জন আওয়ামী লীগের, চার জন ন্যাশনাল পিপলস পার্টির, তিন জন স্বতন্ত্র এবং একজন বিএনপির।
নিরাপত্তা বলয়ে পৌরভোট
নির্বাচনের নিরাপত্তায় ৪৫ হাজার পুলিশ, বিজিবির ৯ হাজার ৪১৫ জন, র‌্যাবের ৮ হাজার ৪২৪ জন, কোস্টগার্ডের ২২৫ জন, অঙ্গীভূত আনসারের ৪৯ হাজার ৭২৮ জন এবং ব্যাটালিয়ন আনসারের ৪ হাজার ৫১২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৮ জন অস্ত্রধারীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রে ৭ জন অস্ত্রধারীসহ ১৯ জন সদস্য থাকবেন। প্রতিটি পৌরসভায় গত সোমবার সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবির মোবাইল টিম টহল শুরু করেছে। পৌর নির্বাচনী এলাকাগুলোয় মোট ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও আরো ৩১ প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয়েছে। উপকূলীয় ছয়টি পৌরসভা মুলাদী, মেহেন্দীগঞ্জ, পাথরঘাটা, রামগতি, সন্দ্বীপ ও হাতিয়ায় কোস্টগার্ড নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত
পৌর নির্বাচনে মাঠে থাকবে এক হাজার ২০৩ জন ম্যাজিস্ট্রেট। এরমধ্যে ৯৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৩৫ জন।
থাকছে না বিদেশি পর্যবেক্ষক
এবারের নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক থাকছে না। গত উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন বিভিন্ন দূতাবাস ও দাতা সংস্থাগুলো পর্যবেক্ষণ করলেও এবার তারা পর্যবেক্ষণ করার আবেদন করেনি। তবে দেশীয় ২৯টি সংস্থার ৪ হাজার ৮৯ জনের জন্য পর্যবেক্ষণের আবেদন করেছে। ইসি কার্যালয় থেকে সাতটি সংস্থা ১৩০টি পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছে। বিদেশি সংস্থার মধ্যে শুধু এশিয়া ফাউন্ডেশন আবেদন করলেও তা যথাযথ না হওয়ায় গ্রহণ করেনি ইসি।
ভোটার, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা
এ নির্বাচনে ২৩৪ জন রিটার্নিং কর্মকর্তাসহ তিন শতাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। এছাড়া ৬৬ হাজার ৭৬৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন করে তিন হাজার ৫৫৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি বুথে একজন করে ২১ হাজার ৭১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং প্রতি বুথে দু’জন করে ৪২ হাজার ১৪২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এ নির্বাচনে তিন হাজার ৫৫৫টি ভোটকেন্দ্র ও ২১০৭১টি ভোটকক্ষে ভোট হবে। ২৩৪ পৌরসভায় মোট ভোটার ৭০ লাখ ৯৯ হাজার ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৫ লাখ ৫২ হাজার ২৮৪ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ জন।
প্রার্থী ১২ হাজার ১৭১ জন
কমিশনের তথ্য মতে, ২৩৪ পৌরসভায় ১২ হাজার ১৭১ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৯৪৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৭৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৪৮০ জন প্রার্থী হয়েছেন। ২৩৪টি পৌরসভায় ২৩৪টি মেয়র, ৭৩১টি সংরক্ষিত কাউন্সিলর ও ২ হাজার ১৯৩টি সাধারণ কাউন্সিলর পদ রয়েছে।
প্রতিদ্বন্দ্বিতায় ২০ রাজনৈতিক দল
প্রতিদ্বন্দ্বিতাকারী ২০টি দলের মধ্যে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপি ২২৩ জন, জাতীয় পার্টি-জাপা ৭৪ জন, জাতীয় পার্টি-জেপি ৬ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ২১ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৭ জন, ওয়ার্কার্স পার্টির ৮ জন, কমিউনিস্ট পার্টির ৪ জন, খেলাফত মজলিসের ৪ জন, ইসলামী ফ্রন্টের ৩ জন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), তরিকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, ইসলামী ঐক্যজোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও খেলাফত মজলিসের একজন করে প্রার্থী রয়েছেন। ভোটের আগেই ৭টি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুর, মাদারগঞ্জ, টুঙ্গীপাড়া, ফেনী, পরশুরাম, চাটখিল ও ছেংগারচর। নির্বাচনে ২৮৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
Print Friendly, PDF & Email

Related Posts