ভোট গ্রহণ চলছে || শুরুতেই ৭ কেন্দ্র স্থগিত

বিডি মেট্রোনিউজ ডেস্ক || দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভাগুলোর ৩ হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রে একযোগে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ৬৬ হাজার ৭৬৮ জন কর্মকর্তা ভোট গ্রহণ করছেন।

ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে কয়েকটি পৌরসভায় মোট ৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পৌরসভাগুলো হলো কালকিনি, বরুরা, জামালপুর, সরিষাবাড়ি ও চন্দনাইশ।

 মাদারীপুর : ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরভায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত দিবাগত রাত ১২টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা পাঁচ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হলে তিনি দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।

স্থগিত হওয়া দুটি কেন্দ্র হলো- উপজেলার কাস্তগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গলারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা  : ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদ ভবনের ওই কেন্দ্রটিতে সহস্রাধিক ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিল।  সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান,  বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করে ভোট স্থগিতের আবেদন জানান। ভোট শুরুর আগেই সিল মারা ব্যালট পাওয়া যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল।

জামালপুর : ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে জামালপুর সদর পৌরসভার সিংহজানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সরিষাবাড়ি : জামালপুর জেলার সরিষাবাড়িতে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার অভিযোগে ১৪ নং বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

চন্দনাইশ, চট্টগ্রাম : বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  এগুলো হলো আসলাতুন চৌধুরী ফুরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এএনজেড উচ্চ বিদ্যালয়।

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts