এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।
মাটিরাঙা, খাগড়াছড়ি: আওয়ামী লীগে প্রার্থী শামসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লাপাড়া, সিরাজগঞ্জ: আওয়ামী লীগ প্রার্থী এস.এম নজরুল ইসলাম ১৬ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম. বেলাল হোসেন পেয়েছেন ৮ হাজার ১৩৭ ভোট।
ভবানীগঞ্জ, রাজশাহী: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।
দর্শনা, চুয়াডাঙ্গা: মতিয়ার রহমান নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশকার আলী (স্বতন্ত্র প্রার্থী) জগ প্রতীকে ৩৩৩৮ ভোট পেয়েছে।
মেলান্দহ, জামালপুর: আওয়ামী লীগের প্রার্থী শফিক জাহেদী রবিন নৌকা প্রতীকে ৯ হাজার ১৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী হাজী দিদার পাশা (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৩৬০ ভোট।
গোপালপুর, টাঙ্গাইল: প্রতীক নিয়ে আওয়ামী লীগের রকিবুল হক ছানা ২১,৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪৫৩২ ভোট।
ভাঙগুড়া, পাবনা: আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম হাসনাইন রাসেল (নৌকা) ৪ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ খান (মোবাইল ফোন) পেয়েছেন ৩ হাজার ৫৮১ ভোট।
সুন্দরগঞ্জ, গাইবান্ধা: আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। প্রতীক নিয়ে ৫ হাজার ১৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামানিক নিপু (ধানে শীষ) পেয়েছেন ১ হাজার ৯৯৩ ভোট।
ত্রিশাল, ময়মনসিংহ: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুজ্জামান ৭,২৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ৫,৮৮৩ ভোট।
বাগেরহাট সদর: আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান ৯,৯৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসিবুল হাসান পেয়েছেন ৯,৮১৭ ভোট।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও: আওয়ামী লীগের প্রার্থী আলমগীর সরকার ৪,৮৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন পেয়েছেন ৩,৪৯১৩ ভোট।
পীরগঞ্জ, ঠাকুরগাঁও: আওয়ামী লীগের প্রার্থী কসিরুল আলম ৫,৭০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির রাজিউর রহমান পেয়েছেন ৫,১৩৬ ভোট।
খাগড়াছড়ি পৌরসভা: সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মো. রফিকুল আলম ৯ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. শানে আলম পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট ও বিএনপির প্রার্থী এডভোকেট আবদুল মালেক মিন্টু পেয়েছেন৩৭৬৭ ভোট।
নলছিটি, ঝালকাঠি: আওয়ামী লীগের প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৩,৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন মো. মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৬২২ ভোট।
জগন্নাথপুর, সুনামগঞ্জ: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ নৌকা প্রতীকে ৯,৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫,৬৯১ ভোট।
গাইবান্ধা পৌরসভা: আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন মেয়র পদে জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পান ১০ হাজার ৬৪৪ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আজাদুল করিম প্রামাণিক (বিএনপি) পান ৭ হাজার ২৭২ ভোট।
পঞ্চগড় পৌরসভা: বিএনপি মনোনিত প্রার্থী মো. তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতিক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩হাজার ৮৬৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬হাজার ৭৯৮টি ভোট। নৌকা প্রতিকের প্রার্থীর চেয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী ৭০৭০ ভোট বেশি পেয়েছেন।
নওহাটা, রাজশাহী: পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ মকবুল হোসেন ধানের শীষ প্রতীকে ১২ হাজার ৭শ ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল বারী খাঁন নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬শ ৭৯ ভোট।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা: নৌকা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত আতাউর রহমান পান ১৫ হাজার ৫১০ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. ফারুক হোসেন পান পাঁচ হাজার ৭৯৩ ভোট।
শেরপুর সদর: আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরীয়া লিটন ( নৌকা প্রতীক) ২৩,৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষ (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২৩১৪০ ভোট।
নকলা, শেরপুর: আওয়ামী লীগ প্রার্থী মো. হাবিবুর রহমান (নৌকা) ৭,৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম সিদ্দিকী উৎপল পেয়েছেন ৭১২৩ ভোট।
নালিতাবাড়ী, শেরপুর: আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর (নৌকা প্রতীক) ৪৭২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৩৮৭১ ভোট।
শ্রীবরদী, শেরপুর: আওয়ামী লীগ প্রার্থী আবু সাঈদ (নৌকা প্রতীক) ৭৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) আব্দুল হাকিম ৬৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নেত্রকেনার মোহনগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী লতিফুর রহমান রতন ৮,০৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মাহবুবুন্নবী শেখ ভোট পেয়েছেন ৪,২৫৪ ভোট।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের রায়হান উদ্দিন মিয়া ৪ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির সাইফুর রহমান মুকুল পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুয়েল আহমদ ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট।
পাবনার সাঁথিয়া পৌরসভায় মিরাজুল ইসলাম প্রামানিক নৌকা প্রতিকে ১২৫০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম মেয়র পদে সিরাজুল ইসলাম ধানের শীষ প্রতিকে ৭৮৪৬ ভোট পেয়েছেন।
টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভায় নৌকা প্রতীকের মঞ্জুরুল ইসলাম তপন দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৩৯৩ ভোট। নিকটতম বিএনপির আব্দুস সোবহান পেয়েছেন ৭ হাজার ৬৪ ভোট।
বগুড়ার কাহালু পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ৪,৭৫৯ ভোট পেয়ে পুনরায় মেয়র পদে জয়লাভ করেছেন। তার নিকটতম বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়েআব্দুল মান্নান পেয়েছেন ভোট পেয়েছেন ৩,৪৬৭।
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. ফজলুর রহামান ফজলু (নৌকা) প্রতীক নিয়ে ১৩৬৩৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী অলিউর রহমান বিএনপি (ধানের শীষ) পান ৭৫৫০ভোট
কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র সফি আলম ইউনূছ (নারিকেল গাছ) ৪২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কামাল আহমদ জুনেদ বিএনপি (ধানের শীষ) পান ৪১৭৪ ভোট।
বড়লেখা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) ৪০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম পৌর জামাতের বড়লেখার সাধারন সম্পাদক স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রার্থী খিজির আহমদ পান ২৫৭৭ ভোট।
কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমদ (নৌকা) নিয়ে ৩৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র জাকারিয়া হাবিব বিপ্লব (নারিকেল গাছ) পান ২৮০৪ ভোট।
নেত্রকেনার মোহনগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী লতিফুর রহমান রতন ৮,০৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মাহবুবুন্নবী শেখ ভোট পেয়েছেন ৪,২৫৪ ভোট।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের রায়হান উদ্দিন মিয়া ৪ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির সাইফুর রহমান মুকুল পেয়েছেন এক হাজার ২৩৩ ভোট।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুয়েল আহমদ ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হাবিব বিপ্লব পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট।
ময়মনসিংহের গফরগাওয়ে আওয়ামী লীগের আলহাজ ইকবাল হোসেন সুমন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির শাহ আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫৮৯ ভোট।
পাবনার সাঁথিয়া পৌরসভায় মিরাজুল ইসলাম প্রামানিক নৌকা প্রতিকে ১২৫০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম মেয়র পদে সিরাজুল ইসলাম ধানের শীষ প্রতিকে ৭৮৪৬ ভোট পেয়েছেন।
টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভায় নৌকা প্রতীকের মঞ্জুরুল ইসলাম তপন দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৩৯৩ ভোট। নিকটতম বিএনপির আব্দুস সোবহান পেয়েছেন ৭ হাজার ৬৪ ভোট।
বগুড়ার কাহালু পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ৪,৭৫৯ ভোট পেয়ে পুনরায় মেয়র পদে জয়লাভ করেছেন। তার নিকটতম বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়েআব্দুল মান্নান পেয়েছেন ভোট পেয়েছেন ৩,৪৬৭।
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. ফজলুর রহামান ফজলু (নৌকা) প্রতীক নিয়ে ১৩৬৩৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী অলিউর রহমান বিএনপি (ধানের শীষ) পান ৭৫৫০ভোট
কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র সফি আলম ইউনূছ (নারিকেল গাছ) ৪২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কামাল আহমদ জুনেদ বিএনপি (ধানের শীষ) পান ৪১৭৪ ভোট।
বড়লেখা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী (নৌকা) ৪০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম পৌর জামাতের বড়লেখার সাধারন সম্পাদক স্বতন্ত্র (মোবাইল ফোন) প্রার্থী খিজির আহমদ পান ২৫৭৭ ভোট।
কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আহমদ (নৌকা) নিয়ে ৩৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র জাকারিয়া হাবিব বিপ্লব (নারিকেল গাছ) পান ২৮০৪ ভোট।
টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাবেক ভিপি সাহাদত হোসেন সুমন নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী সাবেক ভিপি হযতর আলী মিঞা ধানের শীষে ভোট পেয়েছেন ৪ হাজার ৭৫৩ ভোট।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় নজরুল ইসলাম মোলাম (ধানের শীষ) ৪,৯১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি (নৌকা) পেয়েছেন ৩,৯৯২ ভোট।
টাঙ্গাইলেন সখীপুর পৌরসভায় আওয়ামী লীগের আবু হানিফ আজাদ ৯ হাজার ৬৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার বিএনপির বিদ্রোহী প্রার্থী সানোয়ার হোসেন সজীব জগ প্রতীকে ৪ হাজার ৮৯৯ ভোট পেয়েছেন।
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাগ প্রতিক আসরাফুল ইসলাম ভেন্ডার ৭ হাজার ৩৭৭ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতিক আহম্মদ আলি পেয়েছেন ৫হাজার ৩শ ৮৮ ভোট।
আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল নৌকা প্রতীক নিয়ে ১৪ হাজার ৬৯৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মো. মন্তাজ মিয়া ৩ হাজার ২৩ ভোট পেয়েছেন।
কুমিল্লার জেলার চৌদ্দগ্রাম পৌরসভার আওয়ামী লীগের মিজানুর রহমান, লাকসামে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আবুল খায়ের, দাউদকান্দিতে আওয়ামী লীগের নাঈম ইউছুফ, চান্দিনায় আওয়ামী লীগের মফিজুল ইসলাম, হোমনায় আওয়ামী লীগের নজরুল ইসলাম, বরুড়ায় বিএনপির মো. জসিম উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের ইসমাইল হোসেন খোকন, রামগতিতে আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন মেজু, রামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের আবুল খায়ের পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আব্দুর রহমান মিয়া (লাঙ্গল) ১০ হাজার ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু (নৌকা) পেয়েছেন ৮ হাজার ৯০৫।
ফুলবাড়ীয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া ৭৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির বিদ্র্হোী প্রার্থী চান মাহমুদ (জগ) পেয়েছে ৪০৯৮ ভোট।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গণু ৭ হাজার ২০০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের বর্তমান মেয়র হাজী মীর মহিউদ্দীন পেয়েছেন ৫ হাজান ১৯০ ভোট।
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৪৮৩৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত শশধর সেন পেয়েছেন ৩৮৯২ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ফলাফলে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী কারিমূল হক রাজিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন আরেক স্বতন্ত্র প্রাথী জাফর আলী।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া ৯ হাজার ২ ৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী বর্তমান মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ২৩৮ ভোট।
টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি পৌর নির্বাচনে নৌকার প্রার্থীরা জয় লাভ করেছেন। গোপালপুরে নৌকার রকিবুল হক ছানা ২১৫২৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম বিএনপির জাহাঙ্গীর আলম পান ৪৫২৮ ভোট। ধনবাড়িতে আওয়ামীলীগের মঞ্জুরুল ইসলাম তপন ১১৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম বিএনপির আব্দুস সোবহান পান ৭০৬৪ ভোট। মধুপুরে নৌকা প্রতীকে মাসুদ পারভেজ ১৯০৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে সরকার শহীদুল ইসলাম শহীদ পান ৫৩৩০ ভোট।
নড়াইলের কালিয়া পৌরসভায় স্বতন্ত্র ফকির মুশফিকুর রহমান লিটন মেয়র পদে জয়লাভ করেছেন। নির্বাচনে ফকির মুশফিকুর রহমান লিটন (চামচ প্রতীক) পান ৩ হাজার ৮শ’ ১২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মো. ওয়াহিদুজ্জামান হীরা পান ১ হাজার ৭৫৪ ভোট।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাদেকুর রহমান ভূইয়া আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এড. ফজলে রাব্বীকে ৩০৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সাদেকুর রহমান ভূইয়া জগ প্রতিকে মোট ভোট পেয়েছেন ৯০৬৪ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ফজলে রাব্বী নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৬০২৫।
মুন্সীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদে জয়লাভ করেছেন। বিপ্লব পেয়েছেন ২৭ হাজার ৩১৯ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম বিএনপির একেএম ইরাদত মানু পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট। মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের শহিদুল ইসলাম শাহিন মেয়র পদে জয়লাভ করেছেন। শাহিন পেয়েছেন ১৩ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনসুর আহম্মেদ কালাম পেয়েছেন ৪ হাজার ৬৯ ভোট।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাজী এনামুল হক নৌকা প্রতিকে ৯ হাজার ৮শ’ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতমস্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম ১ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন।
বগুড়ার শিবগঞ্জে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক তৌহিদুর রহমান মানিক (নৌকা) । তিনি পেয়েছেন ৭ হাজার ৩৬৪ভোট । তার নিকটতম বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমান মতিন (ধানেরশীষ ) পেয়েছেন ৫ হাজার ৯৮৭ ভোট ।
শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের আব্দুস সাত্তার (নৌকা) ৮ হাজার ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির আব্দুল মান্নান (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ১৬৫ ভোট ।
কাহালু পৌরসভায় আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ (নৌকা) ৪ হাজার ৭৫৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির আব্দুল মান্নান (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট ।
সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্রো (ধানের শীষ) ৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের রাশেদুল ইসলাম রাজা (নৌকা) পেয়েছেন ৮ হাজার ১৭৯ ভোট।
গাবতলী পৌরসভায় বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম (ধানেরশীষ) ৭১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মোমিনুল হক শিলু (নৌকা) পেয়েছেন ২০৪৩ ভোট।
ধুনট পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত আলিমুদ্দিন হারুন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট।
নন্দীগ্রামে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কামরুল হাসান জুয়েল ৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী সুশান্ত কুমার শান্ত (ধানেরশীষ ) পেয়েছেন ৪ হাজার ৩ ৪৩ ভোট ।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় বিএনপি মনোনিত প্রার্থী তারিক আহমদ (ধানের শীষ) ১ হাজার ৮৮৫ বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ৫‘শ ১৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৬‘শ ৩২ ভোট।
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক সতন্ত্র প্রার্থী মোঃ লিয়াকত আলী সরকার টুটুল নারিকেল গাছ প্রতিকে ৯ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক আক্কাস আলী নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৯ হাজার ২৩ ভোট।
বরিশালের গৌরনদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান ১৮ হাজার ৯৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির শফিকুর রহমান শরীফ স্বপন পেয়েছেন ৭৭৬ ভোট।
নোয়াখালীর হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এ কে এম ইউছুফ আলী বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। ইউছুফ আলী পেয়েছেন ৯ হাজার ৩৩৭ ভোট। আর তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছায়েফ উদ্দিন আহমদ (জগ) পেয়েছেন ৭ হাজার ২৮৯ ভোট।
মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে শহিদুল ইসলাম বিএনপি ৯,২৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম আতাউর রহমান লেলিন জাতীয় পার্টি ৫৩৯০ ভোট পেয়েছেন।
গৌরীপুর পৌরসভায় মেয়র পদে আওডামী লীগ থেকে সৈয়দ রফিকুল ইসলাম ৭১৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম আওয়ামী লীগ বিদ্রোহী শফিকুল ইসলাম ৪১৫০ ভোট পেয়েছেন।
ভালুকা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের ডা. একেএম মেসবাহ উদ্দিন কাইয়ূম ৯০৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাতেম খান ৪৩২১ ভোট পেয়েছেন।
ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুস সাত্তার কমান্ডার আ’লীগ বিদ্রোহী ৭২১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম হাবিবুর রহমান আওয়ামী লীগ ৬৬৩৬ ভোট পেয়েছেন।
ফুলবাড়িয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে গোলাম কিবরিয়া ৭৭৯৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম চান মাহমুদ স্বতন্ত্র ৪০৯৮ ভোট পেয়েছেন।
রাজশাহীর ভবানীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মালেক মন্ডল বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক প্রামাণিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯০৩ ভোট। তাহেরপুরে আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮১ ভোট। কেশরহাটে আওয়ামী লীগ সমর্থিত শহীদুজ্জামান শহীদ বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র (জামায়াত) ডা. হাফিজুর রহমান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট। কাকনহাটে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মজিদ মাস্টার বেসরকারীভাবে মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮০৫ ভোট। তার নিকটতম বিএনপির হাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪০ ভোট। দুর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত তোফাজ্জল হোসেন বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭২৭ ভোট। আড়ানীতে আওয়ামী লীগ সমর্থিত মুক্তার আলী বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৯৮ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত তোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৫০ ভোট। গোদাগাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত মনিরুল ইসলাম বাবু বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৮৪ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০৪ ভোট। মুন্ডুমালাতে আওয়ামী লীগ সমর্থিত গোলাম রাব্বানী বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৬ হাজার ৪৫৫ পেয়েছেন ভোট। তার নিকটতম বিএনপি সমর্থিত ফিরোজ কবির পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট। নওহাটায় বিএনপি সমর্থিত শেখ মকবুল হোসেন বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বারী খান নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬ ভোট। কাটাখালিতে আওয়ামী লীগ সমর্থিত আব্বাস আলী সরদার নৌকা প্রতীকে এক হাজারের বেশি ভোটে ইগয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী ও বর্তমান মেয়র মাজেদুর রহমান বলে জানা গেছে।সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা নৌকা প্রতিক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ৫২টি কেন্দ্রের সবকটি ফলাফলে তিনি পেয়েছেন ৪০ হাজার ০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি প্রার্থী এ্যাডঃ মোকাদ্দেস আলী পেয়েছেন ২৪ হাজার ৭১৫ ভোট। কাজিপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন নৌকা প্রতিক ৭ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ১৭৩ ভোট। বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আশানুর বিশ্বাস নৌকা প্রতিক ২৪ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির আল আমিন ভুইয়া জামাল ধানের শীষ পেয়েছে ৮ হাজার ১৭৫। শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগের হালিমুল হক মিরু নৌকা প্রতিক নিয়ে ২১ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির নজরুল ইসলাম ধানের শীষ প্রতিক পেয়েছে ৭ হাজার ৭০৩ ভোট।
নড়াইল পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস নৌকা প্রতীকে ১১ হাজার ২শ’ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী পেয়েছেন ৬ হাজার ১শ’ ৬৩ ভোট।
রাজবাড়ীর পাংশায় পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আবদুল আল মাসুদ ১২,৪২৭ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির চাঁদ আলী খান ২,২২৬ ভোট পান।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের ওবাইদুর রহমান চৌধুরী জিপু (সাবেক জেলা আওয়ামী যুবলীগ) ২৪ হাজার ৯৮৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন পেয়েছেন ১০ হাজার ৫৬ ভোট।
জামালপুর পৌরসভা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মীর্জা সাখাওয়াতুল আলম মনি (নৌকা প্রতীক) ৫৩ হাজার ৯শ ১১ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত এডভোকেট ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ প্রতীত) পেয়েছেন ১২ হাজার ৬শ ৬০ ভোট। মেলান্দহ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শফিক জাহেদী রবিন(নৌকা প্রতীক) ৯ হাজার ১শ ৪৫ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত হাজী দিদার পাশা (ধানের শীষ প্রতীত পেয়েছেন ৭ হাজার ৩শ ৬৩ ভোট। সরিষাবাড়ী পৌরসভা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রুকুনুজ্জামান রুকন (নৌকা প্রতীক) ১৮ হাজার ২শ ৪৯ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত একে এম ফয়জুল কবীর তালুকদার (ধানের শীষ প্রতীত) পেয়েছেন ৭হাজার ৬শ ৩২ ভোট। ইসলামপুর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল কাদের শেখ (নৌকা প্রতীক) ৯ হাজার ৭শ ৫৫ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত রেজাউল করিম ঢালী (ধানের শীষ প্রতীত) পেয়েছেন ৭ হাজার ১শ ৬৮ ভোট। দেওয়ানগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শাহ নেওয়াজ শাহান শাহ (নৌকা প্রতীক) ১৬ হাজার ৪শ ২১ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীত) পেয়েছেন ২ হাজার ১শ ৪৯ ভোট।
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম ১৪ হাজার ৯৯৬ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির মো. খলিলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৬২২ ভোট। হরিণাকুন্ডু পৌরসভায় আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু ৭ হাজার ১৮৫ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির জিন্নাতুল হক পেয়েছেন ৩ হাজার ৮৩১ ভোট। কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে সতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি’র সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। মহেশপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আব্দুর রশিদ খান ৯ হাজার ৮৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত সমর্থিত সতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯৮৮ ভোট।
মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বিজয়ী হয়েছেন । তিনি পেয়েছেন ২৭ হাজার ৯০৮ ভোট। তার নিকটতম বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ইকবাল আখতার খান পেয়েছেন ১৫হাজার ৫৪৬ ভোট।