নতুন বছরে নতুন বই, মাতোয়ারা স্কুলশিশুরা

বিডি মেট্রোনিউজ || নতুন বছরে হাতে হাতে নতুন বই। সারা দেশে স্কুলশিশুরা মাতোয়ারা নতুন বইয়ের গন্ধে। বছরের প্রথম দিন শুক্রবার দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি নতুন বই। এ ছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ শিক্ষার্থী পাবে তিন কোটি ২৮ লাখ আট হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা।

Print Friendly, PDF & Email

Related Posts