বিডি মেট্রোনিউজ || আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর করা আপিলের রায় আজ বুধবার ঘোষণা করা হবে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সকাল নয়টায় এ রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের আপিল আপিলের বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে আপিলটি রায় ঘোষণার জন্য রাখা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে রায় ঘোষণার জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছিল আপিল বিভাগ।