বিডি মেট্রোনিউজ॥ রাজধানীর বনানী থেকে ৯০০টি পাসপোর্টসহ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মুরাদ, রাশেদ হোসেন ওরফে জুয়েল, রফিকুল ইসলাম ও সালাম।
গত মঙ্গলবার সন্ধ্যায় বনানীর বি ব্লকের ২৩ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে ‘মিনার ইন্ট্যান্যাশল’ নামক অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পাসপোর্ট ছাড়াও তাদের কাছ থেকে সিল পাঁচটি, লিবিয়ার ভিসা ভিসা অ্যপ্লিকেশন ফরম দুইটি, মেডিকেল রিপোর্ট ১৭টি, মোবাইল ফোন পাঁচটি ও ১৬ হাজার একশ’ টাকা জব্দ করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত এসপি মিজানুর রহমান মুন্সি জানান, গ্রেফতারকৃতরা গ্রামের দরিদ্র মানুষকে প্রলোভন দেখিয়ে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। বিদেশ গমনিচ্ছুদের পাসপোর্ট আটকে রেখে ধাপে ধাপে টাকা আদায় করে চক্রটি প্রতারণা করতো।
তিনি আরো জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত বিশ্বে লোক পাঠানোর নাম করে সাধারণ মানুষদের প্রতারণা করছে। বিদেশে তাদের আটকে রেখে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রের খপ্পরে পড়ে জায়গা জমি বিক্রি করে বিদেশ গিয়ে পাচারকারীদের নির্যাতনে নিহত, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক, কেউবা সেখানে মানবেতর জীবন যাপন করছে, কেউবা জেল খেটে সর্বস্ব খুইয়ে দেশে ফেরত আসছে।
র্যাব কর্মকর্তা বলেন, থাইল্যান্ডের গহীন জঙ্গলে সম্প্রতি মানব পাচারকারীদের নৃশংসতা ও নারকীয় গণহত্যা সারাবিশ্বের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। এ ধরনের গর্হিত অপরাধের সঙ্গে যুক্ত মানব পাচারকারীদের আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে।