সাবেক সচিব মাহবুব রেজা খানের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ

রোববার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডের বাসায় বুকে গুলিবিদ্ধ অবস্থায় সুফিয়া খানকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পেয়ে সেখানে যায়। সুফিয়ার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। ইন্দিরা রোডে বাসায় গিয়ে অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা গণেশ।

তিনি বলেন, পরিবারের সদস্যরা বলছে, সুফিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলে এবং পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email

Related Posts