রাসেল হোসেন,ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৫০০ পিছ ইয়াবা সহ সেনা সদস্যের পিতা – মাতা সহ তিন জনকে ৫০০ পিছ ইয়াবা সহ আটক করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (৬ নভেম্বর) বিকেলে বেলিশ্বর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ধামরাই থানার বেলিশ্বর গ্রামের মৃত আরফান সরকারের ছেলেসেনা সদস্য শিপু মিয়ার পিতা নূরইসলাম (৫৫) সেনা সদস্যের মাতা আনোয়ারা বেগম (৪৭) একই থানার বাথুলী গ্রামের শাজাহান মিয়ার ছেলে লাভলু (৩০)।
নুর ইসলামের ছেলে সেনা সদস্য শিপু কুমিল্লা ময়নামতি ক্যাম্পে কর্মরত আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃত নূরইসলাম জানান,আমার ছেলে শিপু দীর্ঘ দিন যাবত এই ইয়াবা বিক্রির সাথে জরিত।আমার ছেলেকে বার বার নিষেধ করা সত্যেও ইয়াবা বিক্রি বন্ধ করেনি।ছুটিতে আসলেই প্রতিবার আমার ছেলে এই ইয়াবা নিয়ে আসত আমি সেগুলা বিক্রি করতাম।এই বার আমার ছেলে ছুটিতে এসে এই ইয়াবা গুলো নিয়ে এসেছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ( ওসি) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চত করে জানান,গোপন সূত্রের ভিত্তি আজ বিকেলে এ এস আই জুয়েলের নেতীত্বে এস আই কামরুল ও দুই জন কনেস্টেবল নিয়ে বেলিশ্বর এলাকায় অভিজান চালিয়ে সেনা সদস্যের পিতা নুর ইসলামকে মাতা আনোয়ারা বেগম ও লাভলুকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে ৫০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।