রাতের ঢাকায় ২ জনকে ছুরিকাঘাত, একজন আশঙ্কাজনক

বিডিমেট্রোনিউজ ॥ রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নিউমার্কেট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ওই এলাকার চা বিক্রতা রুবেল হোসেন (৩৫) ও হকার সোবাহান মিয়া (৪০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রুবেলের পেটে ও মাথায় এবং সোবাহানের পেটে ধারালো অস্ত্রের আঘাত আছে। তাঁদের মধ্যে রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত দুজন নিউমার্কেটের আইয়ুব আলী মার্কেট এলাকায় থাকেন। রাসেল নামের এক ব্যক্তি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি এসআই বাচ্চু। বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে বলে তিনি জানান।

আহত সোবাহানের ছেলে সাদ্দাম হোসেনের ভাষ্য, স্থানীয় মাদক বিক্রেতা শাকিল, বাবলা, সোহেল ও জুয়েল তাঁর বাবা সোবাহান ও রুবেলকে ছুরিকাঘাত করে।

Print Friendly, PDF & Email

Related Posts