বিডিমেট্রোনিউজ ॥ নিউইয়র্কের ম্যানহাটনে টাইমস স্কয়ারের বাস টার্মিনালে বোমা হামলার অভিযোগে আটক বাংলাদেশী আকায়েদ উল্লাহর শ্বশুরবাড়ি ঢাকার হাজারীবাগে। তার ছয় মাসের ছেলে সন্তান রয়েছে।
এদিকে আকায়েদের স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া পর যুক্তরাষ্ট্র পুলিশ এ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এরপরই আকায়েদের তথ্য নেয়া শুরু করে সিটিটিসি। তারই অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডের একটি বাসা থেকে আকায়েদের শ্বশুর জুলফিকার হায়দার এবং শাশুড়ি মাহফুজা আক্তার এবং স্ত্রী জান্নাতুল ফেরদৌস জুঁইকে নিয়ে যায় পুলিশ।
পুলিশের কাছে তথ্য আছে, আকায়েদ তিন বছর আগে জিগাতলায় বিয়ে করেন। তার শ্বশুর বসুন্ধরা সিটি শপিংমলের একটি দোকানে চাকরি করেন। এ বছরের ১০ জুন সন্তানের জনক হয় আকায়েদ। সন্তান হওয়ার খবর পেয়ে এ বছরের ১৮ সেপ্টেম্বর দেশে এসেছিল। এক মাস অবস্থানের পর ২২ অক্টোবর সে আবার যুক্তরাষ্ট্রে চলে যায়। সে সাধারণ মুসল্লির মতো মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করে সেদেশের পুলিশ। হামলায় তিন পথচারী আহত হন।