চাকরির প্রলোভনে বাসায় ডেকে নিয়ে তরুণীর সর্বনাশ

বিডিমেট্রোনিউজ ॥ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইলে চাকরির প্রলোভন দেখিয়ে তমা (ছদ্মনাম) নামে ১৪ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দীন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার গিয়াস মাতুয়াইল এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করেন। তার স্ত্রী-সন্তান রয়েছে।

 

বুধবার বিকেলে ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিম তরুণী একটি বই বাঁধাই কারখানায় কাজ করতেন।

 

মেডিক্যাল সূত্র জানিয়েছে, গিয়াস ভিকটিমকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে গত সোমবার বিকেলে বাসায় যেতে বলে। ওই দিন সেখানে গেলে গিয়াস তাকে ধর্ষণ করে।পরে ওই তরুণী বাসায় এসে তার বাবা-মাকে বিষয়টি খুলে বললে তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গিয়াসকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

 

পরে ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়। তাকে মেডিক্যালে নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার মহিলা কনস্টেবল হোসনে আরা ।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts