রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৫০ পিচ ইয়াবা সহ রনি (৩৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ধামরাই পৌরসভার কায়েত পাড়া এলাকা থেকে আটক। রনি পৌরসভার গোয়াড়ী পাড়া শাজাহান মিয়ার ছেলে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ- পরিদর্শক (এস.আই) ভজন রায় জানান,কায়েত পাড়া এলাকায় মাদক বিক্রি করার সময় রনিকে আটক করা হয়। রনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানান তিনি।