বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মোটরসাইকেলের তেলের ট্যাংককে দু’ভাগে ভাগ করে একপাশে ইয়াবা, অন্য পাশে তেল নিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২। বৃহস্পতিবার রাতে রাজধানীর শান্তিনগরের চামেলীবাগে কনকর্ড টাওয়ার এলাকা থেকে মো. স্বপনকে (৩০) আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের ট্যাংক থেকে ৫৭ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া, তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল, নগদ সাত হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় র্যাব ২-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার ফিরোজ কাওসার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিনব কায়দায় স্বপন ইয়াবা বহন করছিল। তার সঙ্গে থাকা মোটরসাইকেলের ট্যাংকটি মোডিফাইয়ের মাধ্যমে দুই ভাগ করা হয়েছে। ট্যাংকের একটি চেম্বার (অংশ) থেকে নীল রংয়ের ৩০০টি ছোট পলিব্যাগে ৫৭ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে স্বপন এই বিশেষ ব্যবস্থায় ইয়াবা সরবরাহ করে আসছিল।’
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ী স্বপনের বাড়ি যশোর বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায়। সে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে থাকে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।