ধামরাইয়ে চালকের গলা কেটে রিক্সা ছিনতাই

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলার কুল্লা ইউনিয়নের লাইড়াকুন্ডু এলাকায় আমিজ উদ্দিন (৩২) নামে এক রিক্সাচালকের গলা কেটে রিক্সা ছিনতাই হয়েছে। গত শুক্রবার রাত ৯ টার সময় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

নিহত রিক্সাচালক আমিজ উদ্দিন নীলফামারী জেলার ডোমার থানার মৌজাপাঙ্গা গ্রামের মফিজর উদ্দিনের ছেলে ।আমিজ ধামরাই পৌর শহরে রিক্সাচালক দলের সাথে ভাড়া বাড়িতে থাকতেন।আমিজের বাড়িতে এখন শোকের ছায়া। আমিজ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানান তার এলাকা থেকে আসা আমিজের সহকর্মীরা।

এ ঘটনায় লাইড়াকুন্ডুবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।এর আগে গত ৬ জানুয়ারি সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার পরিত্যাক্ত পানি ফ্যাক্টরি থেকে দুই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

এ জোড়া খুনের ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য এক নিরাপত্তা কর্মী ছাড়া আর কাউকে আটক করতে পারেনি ধামরাই থানা পুলিশ। জোড়া খুন হওয়ার ১৪ দিনের মধ্যেই আবার রিক্সাচালককে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এসব ঘটনা পুলিশের গাফিলতিকে দুষছে ধামরাইয়ের সাধারণ জনগণ। এই নিয়ে ধামরাইবাসীর মনে ভয়ভীতি কাজ করছে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts