ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ, র‍্যাবের গুলিতে ডাকাত নিহত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত পরিদর্শকের নাম মো. জালালউদ্দিন। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।

ডিবির একটি সূত্র জানিয়েছে, জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। তাঁর রক্তপাত বন্ধ করা যাচ্ছিল না।

ডিবির একটি সূত্র জানায়, গতকাল গভীর রাতে মধ্য পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। তারা সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরিদর্শক জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন।

দিবাগত রাত একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মধ্য পীরেরবাগের তিনতলার একটি বাড়িতে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবৈধ অস্ত্র জড়ো করেছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযান শুরু করার পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পরিদর্শক জালালউদ্দিন আহত হন।

গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায় বলে জানান ডিএমপি কমিশনার। আছাদুজ্জামান মিয়া বলেন, বাড়িটিতে থাকা লোকজন সন্ত্রাসী না কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্য, তা এখনই বলা যাচ্ছে না। বাড়িতে অস্ত্র-গোলাবারুদ পাওয়া যায়নি। পুরো ভবন ও আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তল্লাশি শেষে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।

অপরদিকে ঢাকার গাবতলী এলাকায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে বাদশা নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় হানিফ নামের একজন আহত হন। র‍্যাব-১০–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি প্রথম আলোকে এ তথ্য জানান।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওই কর্মকর্তা জানান, বেশ কিছুদিন ধরে তাঁরা খবর পাচ্ছিলেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মাছ, মুরগি বহনকারী গাড়িগুলো লক্ষ্য করে রাস্তার বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয় একদল ডাকাত। পরে এগুলো লুট করে নিজের গাড়িতে তোলে। যাঁদের গাড়ি লুট করে, তাঁদের হাত–পা বেঁধে নির্জন জায়গায় ফেলে দেয়। কিছুদিন আগে এ রকম তথ্যের ভিত্তিতে একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।

মহিউদ্দিন ফারুকি জানান, ভিডিও ফুটেজ উদ্ধারের পর ডাকাত দলকে ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হয়। গাবতলী এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে ছোট ট্রাকে করে মাছ নিয়ে ঢুকছিল ওই ডাকাত দল। তাদের থামাতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি ছোড়ে। র‍্যাবও এ সময় পাল্টা গুলি ছোড়ে। এ সময় ছয়জনের মধ্যে চারজন পালিয়ে যায়। একজন নিহত ও একজন আহত হন। নিহত বাদশার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। তাঁর বাড়ি বরিশালে। আহত হানিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিদেশি একটি রিভলবার, তিনটি চাপাতি, দড়ি ইত্যাদি উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts