এই ঢাকাতে আরেক তরুণীও পা হারাল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তিতুমীর কলেজের রাজিবের মর্মান্তিক ঘটনার পর কয়েকদিন না যেতেই এই ঢাকাতে আরেক তরুণীও পা হারাল।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। রোজিনার পা হারানোর ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। গুরুতর আহত রোজিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তরুণীর পা হারানোর মামলায় বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম মুন্নার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবীর আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে শফিকুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মিজানুর রহমান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

Print Friendly, PDF & Email

Related Posts