বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভবন বিধ্বংসী বোমা তৈরি, জাল টাকা তৈরিসহ রাজধানীতে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল আনসার আল ইসলামের জঙ্গিরা। শিক্ষকতার আড়ালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে হয়ে কাজ করা এমনই একজন সমন্বয়ক মহিবুর রহমান। তার সহকর্মী এরশাদুল ছিলেন একই সংগঠনের রিক্রুটার ও মোটিভেটর। বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য দেন র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মুগদা, যাত্রাবাড়ি এবং বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সাত সক্রিয় সদস্যদের আটক করে র্যাব-৩। এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আটকরা হলেন মো. কামাল উদ্দিন, মো. সিফাত, দিদারুল ইসলাম, মো. রিফাতুল্লাহ সাব্বি খান, মো. শীতল মিয়া। এসময় নিষিদ্ধ সংগঠনটির সদস্যদের কাছ থেকে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জামাদি ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে বারিধারা ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক মহিবুর রহমান ওরফে রাকিব ওরফে বাবু ওরফে আবু উমামা এবং এরশাদুল হক টিটুকে আটক করা হয়।
এমরানুল হাসান বলেন, ‘‘মহিবুর রহমান মহিবুর ও এরশাদুল এই গ্রুপের মূল মাস্টারমাইন্ড। মহিবুর শিক্ষকতার আড়ালে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন বিতর্কিত পেইজ পরিচালনা করতেন। এরশাদুল বিভিন্ন সময় বিতর্কিত ভিডিও শেয়ারের মাধ্যমে কর্মীদের জিহাদে উদ্বুদ্ধ করতো। তারা দুজনেই সংগঠনের অন্যতম অর্থদাতা ছিলেন।
কামাল ও সিফাত ভবন বিধ্বংসী শক্তিশালী বোমা তৈরিতে পারদর্শী। দিদারুল ও রিফাতুল্লাহ রাজধানীর বিভিন্ন এলাকার আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। শীতল মিয়া সংগঠনের সক্রিয় একজন সদস্য এবং জালটাকা তৈরিতে পারদর্শি। জাল টাকা তৈরি করে জঙ্গিবাদে বিনিয়োগ করার চিন্তা ছিলো তার।’’
তিনি বলেন, রাজধানী ঢাকাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করে সেল ভিত্তিক তাদের জঙ্গিবাদি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে দলের কর্মী সংগ্রহসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনাও ছিলো তাদের। এজন্য বাড্ডা, মুগদা ও যাত্রাবাড়ি এলাকায় মিলিত হয়ে তারা প্রায়ই বৈঠক করতো।
র্যাব-৩ এর সিও আরো বলেন, এই জঙ্গি সংগঠনটি মূলত টার্গেট কিলিংয়ে জড়িত। তারা মুক্তমনা লেখক, ব্লগারদের টার্গেট করে হত্যা করে।