রাসেল হোসেন, ধামরাই (ঢাকা): ধামরাই উপজেলার ঘোড়াকান্দা এলাকায় এক প্রতিবন্ধী তরুণী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত’র নাম মহাসিন মিয়া (৫৫)।রবিবার সকালে এই ঘটনার পর থেকে মহাসিন মিয়া পলাতক রয়েছে। ধর্ষক মহাসিন মিয়া ঘোড়াকান্দা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
এঘটনায় প্রতিবন্ধীর ভাই স্থানীয় ইউপি সদস্যর কাছে বিচার চেয়েছেন।
স্থানীয়রা জানান, রবিবার সকালে মহাসিন মিয়ার বিলের মেশিন ঘরের পাশে ঘাস কাটছিল পাশের গ্রাম ভাটারখোলা গ্রামের এক প্রতিবন্ধী তরুণী। এ সময় মহাসিন ওই তরুণীকে মেশিন ঘরে নিয়ে এই কান্ড ঘটায়। করে। এসময় স্থানীয়রা টের পেলে এলাকা থেকে মহাসিন পালিয়ে যায়। মহাসিন মিয়ার ছোট ছেলে পুলিশ কনেস্টবল পদে চাকরি করেন।
পরে তরুণীর ভাই ও পরিবারের সদস্যরা মহাসিনের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুজি করে তাকে পায়নি।
এ ব্যাপারে প্রতিবন্ধীর ভাই ইয়াছিন মিয়া জানান, মহাসিন মিয়ার শাস্তি দাবি করে বিচার চেয়েছি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে। এখন পর্যন্ত কোন বিচার পাইনি।
নান্নার ইউনিয়ন ১নং ওর্য়াডের মেম্বার অছিমুদ্দিন জানান, প্রতিবন্ধী তরুণীর ভাই বিচারও চেয়েছে। মহসিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর এই বিচার আমার পক্ষে করা সম্ভব না ।এ বিচার করার জন্য প্রশাসন আছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।