রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলার সুয়াপুর এলাকায় রওহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী পূর্নিমা (৭) নামে এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
অপহরণের একদিন পর মঙ্গলবার (২৬ জুন) সকালে মুন্নাফের বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত পূর্নিমা সুয়াপুর ইউনিয়নের রওহা গ্রামের সামসুল ইসলামের মেয়ে।
নিহতর বাবা সামসুল জানায় পূর্নিমা সোমবার (২৫ জুন) বিকেলে বাড়ির পাশে রওহা বাজারে দেলোয়ারের দোকানে ডিম ও ডাল আনতে গিয়ে আর বাড়ি ফিরে নাই। আজ সকালে পূর্নিমার লাশ পাওয়া গেল। আমার মেয়েকে কে বা কাহারা ধর্ষণ করে হত্যা করেছে। আপনাদের কাছে আমার মেয়ের হত্যার বিচার চাই।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু শরীফ বলেন, আমরা নিহত শিশুর লাশ উদ্ধার করেছি। শিশুটি ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা এখনি কিছু বলা যাচ্ছে না। তবে শিশুটি ধর্ষণ হয়েছিল নাকি তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।