বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি রবি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সম্প্রতি একটি চুক্তি সই করেছে। চুক্তির আওতায় ওজোপাডিকো’র গ্রাহকরা রবি’র মোবাইল মানি প্ল্যাটফর্ম রবিক্যাশ ব্যবহার করে তাদের প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এ চুক্তির ফলে ওজোপাডিকো’র গ্রাহকরা প্রিপেইড বিদ্যুৎ মিটারের সেবা উপভোগ করতে পারবেন। নিজেদের রবিক্যাশ ওয়ালেট ব্যবহার করে অথবা কাছাকাছি কোন রবিক্যাশ রিটেইল পয়েন্টে গিয়ে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
খুলনার হোটেল ক্যাসেল সালামে ওজোপাডিকো’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. শফিক উদ্দিনের উপস্থিতিতে রবি’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ হামিদুল হক এবং ওজোপাডিকো’র কোম্পানি সেক্রেটারি আবদুল মোতালেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় ওজোপাডিকো’র এক্সিকিউটিভ ফিন্যান্স ডিরেক্টর রতন কুমার দেবনাথ, রবি’র এম-মানি’র ম্যানেজার মুহাম্মদ রাকিবুল বাশার, রিজিওনাল ম্যানেজার এম. তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।