ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ২০২৩ সালে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনে। বাজারে আসার পর অল্প সময়েই ফ্রেশ অনন্যা, পিরিয়ড হাইজিন-এ এর উচ্চ মান এবং পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাবের জন্য একটি বিশ্বস্ত নামে পরিণত হয়। বাংলাদেশের সর্বপ্রথম সব ধরনের স্যানিটারি ন্যাপকিনে এডিএল এবং এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায় দেশব্যাপী নারীদের মাঝে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করে।

সাফল্যের এই ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর সাথে এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

বুধবার (২০ নভেম্বর) এমজিআই-এর প্রধান কার্যালয় ফ্রেশ ভিলা-তে এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এমজিআই-এর পক্ষে ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, জিএম (সেলস) মোঃ ইয়াছিন মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, “ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর পথচলায় মিম-কে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুরুচি ও স্বকীয়তা বাংলাদেশের প্রতিটি নারীর সাথেই মিলে যায়। একসাথে আমরা পিরিয়ড সচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ এবং নারীদের নিজেদের উপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিতে কাজ করে যাবো।”

একটি ব্র্যান্ড হিসেবে ফ্রেশ অনন্যা কেবলমাত্র ন্যায্য মূল্যে উচ্চ মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিন বাজারজাতকরণেই সীমাবদ্ধ থাকতে চায় না। পণ্য চাহিদা সুনিশ্চিত করে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ড-টি কাজ করে যেতে চায়।

ফ্রেশ অনন্যা মানেই- পরিবর্তন, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের এক আলোকবর্তিকা। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর আগামী ক্যাম্পেইন ও কমিউনিকেশন-গুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিদ্যা সিনহা মিম-কে সক্রিয়ভাবে দেখা যাবে। বাংলাদেশের প্রতিটি নারীর সুস্থতা ও সচেতনতায় এই পার্টনারশিপ-এর মাধ্যমে একটি ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব রাখার প্রচেষ্টা থাকবে।

Print Friendly, PDF & Email

Related Posts