ঢাকায় গ্র্যান্ড হায়াত হোটেল-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান আয়োজিত

রাজধানীর তেজগাঁও-হাতিরঝিল লিংক রোড-এ, আন্তর্জাতিক হোটেল চেইন ‘গ্র্যান্ড হায়াত’-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর নির্মাণাধীন ‘এমজিআই টাওয়ার’-এ গ্র্যান্ড হায়াত-এর অবস্থান হতে যাচ্ছে। নির্মাণাধীন ভবনটির কনস্ট্রাকশন পার্টনার হিসেবে আছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ৭ম ব্যুরো (সিএসসিইসি৭বি)। সিএসসিইসি৭বি স্পেশালাইজড ডিভিশন-টি চীন সহ বিশ্বব্যাপী বেশ কিছু হাই প্রোফাইল প্রজেক্ট-এর জন্য সুপরিচিত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, গ্রুপ ডিরেক্টর তানভীর মোস্তফা, তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা ও তাসনিম মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান, প্রজেক্ট ডিরেক্টর সঞ্জয়, সিএসসিইসি৭বি এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সু ইয়ান এবং সিএসসিইসি৭বি-এর পক্ষ থেকে এমজিআই টাওয়ার প্রজেক্ট ম্যানেজার জু জিয়াপিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

হাতিরঝিলের পাশে অবস্থিত নির্মাণাধীন এমজিআই টাওয়ার-এ থাকছে ৬টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর এবং উপরে ৩৯টি ফ্লোর, যার উচ্চতা হবে ১৫২.৪ মিটার। পুরো প্রজেক্ট-এর ফ্লোর এরিয়া হবে ১,৪৬,০০০ বর্গমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হায়াত হোটেলস কর্পোরেশন ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ৭৬টি দেশে তাদের ১,৩৩৫ টি হোটেল কার্যক্রম রয়েছে। গ্র্যান্ড হায়াত তাদেরই একটি অন্যতম জনপ্রিয় হোটেল চেইন ব্র্যান্ড।

Print Friendly, PDF & Email

Related Posts