রবি’র আরস্টোরে সেবা ডট এক্সওয়াইজেড’র সেবা পাবেন গ্রাহকরা

 

বিডিমেট্রোনিউজ ডেস্ক:  দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি এবং দ্রুত-বর্ধনশীল অন-ডিমান্ড ডিজিটাল হাউজহোল্ড সার্ভিস মার্কেটপ্লেস সেবা ডট এক্সওয়াইজেড সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে।

চুক্তির আওতায় সেবা ডট এক্সওয়াইজেড সারা দেশে অবস্থিত রবির আরস্টোর ব্যবহার করে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে পারবে।

রবি’র আরস্টোর হলো একটি রিটেইল নেটওয়ার্ক যেখানে গ্রাহকরা কোম্পানিটির সবধরনের ডিজিটাল পণ্য ও সেবা নেয়ার জন্য যোগাযোগ করতে পারেন। সেবা ডট এক্সওয়াইজেড ও রবির চুক্তির মাধ্যমে গ্রাহকরা এখন থেকে আরস্টোরে সেবা ডট এক্সওয়াইজেড’র সেবাও গ্রহণ করতে পারবেন।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং সেবা ডট এক্সওয়াইজেড’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জহির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় রবি’র ডিজিটাল ভাস অ্যান্ড নিউ বিজনেস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আহমেদ আরমান সিদ্দিকী এবং ইভিপি, সেন্ট্রাল ক্লাস্টার’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসানসহ উভয় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts