পবিপ্রবি’র ২য় সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাবেন ৬৩ জন শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো.আবদুল হামিদ এ স্বর্ণপদক প্রদান করবেন।

মনোনীত শিক্ষার্থীরা হলেন-  কৃষি অনুষদের কামরুজ্জামান রানা, নাসরিন পারভিন, তানজিলা আহমেদ, মিতু সমাদ্দার, নাজমুল হাসান মেহেদী, শেখর মন্ডল, আনিসুর রহমান, পর্না দাস, হাবিবা জান্নাত মীম, শারমিন সুলতানা, ব্যবসায় প্রশাসন অনুষদের নাদিরা আফরোজ, শেখ রাশেদ আল ইমরান, জাকারিয়া আরেফিন, দিবাকর চন্দ্র দাস, ইসরাত জাহান, সাব্বির হোসাইন, শেখ নাজমুন নাহার, ইয়াসমিন আক্তার, আল ইমরান, শরিফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শোহাদা শারমিন, নাইমুর রহমান, সজল সাহা, তানিয়া ইসলাম, স্বর্না মজুমদার, মইনুল ইসলাম সাঈদ, মতিউর রহমান, ফারজানা সুলতানা মিম, আতিকুর রহমান, মানীষ সাহ্, পশু পালন অনুষদের মাহবুবা সুলতানা, মৌমিতা সাহা, সানজিদা মুনমুন, সানজিতা রানী পাল, দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের আফজাল হোসেন, মাওয়া সিদ্দিকা, রাশেদুজ্জামান, নুসরাত বিনতে নূর, শ্রাবনী সরকার, মাকসুদুল ইসলাম, ভেটেরিনারী অনুষদের আহসান উল্ল্যাহ মানিক, ফাহমিদা আফরোজ, আল ইমরান, মোস্তাফিজুর রহমান, সাইদুজ্জামান রনি, এসএম হানিফ, সাবরিনা বিনতে আলমগীর, মো. সোহাগ, প্রীতি কুমারী চৌধুরী, শম্পা রানী, মিজানুর রহমান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পূজা কুমারী চৌধুরী, সুমাইয়া সাহরিন, শারমিন আক্তার, মো.হাসিব, মাৎস্য বিজ্ঞান অনুষদের সুপ্রকাশ চাকমা, আমিনুল ইসলাম, মীর মোহাম্মদ আলী, ইসরাত জাহান মিলি, নিউটন সাহা, মো.সোলাইমান, প্রান্ত সাহা ও ঋতুপর্ণা দাস।

পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মো.হারুনর রশীদ ৬৩ কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

Print Friendly

Related Posts