বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সিলেটবাসীর কাছে বিশেষভাবে পরিচিত লেখক সাংবাদিক ইসহাক কাজল আর নেই। তিনি নিউইয়র্কে ১০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সিলেটের স্থানীয় পত্রিকাসহ ঢাকার অনেক পত্রিকায় কাজ করেছেন। বিশেষ করে বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি হিসেবে সিলেটে তিনি ছিলেন জনপ্রিয় মুখ। জীবনের শেষ সময়ে তিনি বিদেশমুখী হন।
এ ব্যাপারে কবি ফকির ইলিয়াস ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন- ‘চলে গেলেন তিনি। আমাদের ইসহাক ভাই। প্রথম দেখা সেই ১৯৭৭ সালে। সিলেটের ‘যুগভেরী’তে। সংগ্রামী সাংবাদিক। প্রগতিশীল রাজনীতিক। শ্রদ্ধায় মাথা নুয়ে আসতো। সর্বশেষ দেখা হয় লন্ডনে। সাপ্তাহিক জনমত অফিসে, ২০১৭ সালে। এর আগের বছর নিউইয়র্ক সফর করে যান। কথা হয়।আড্ডা হয়। আজীবন ছিলেন গণমানুষের কন্ঠস্বর। ১০ ফেব্রুয়ারি ২০২০ দুপুরে খবর এলো তিনি দূরারোগ্য ব্যাধির কাছে দৈহিকভাবে
পরাজিত হয়েছেন ইংল্যাণ্ডের একটি হাসপাতালে। একজন দ্রোহী, বিবেকি অগ্রজের বিদায়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি থাকবেন আদর্শ হয়ে আমাদের কাছে।’