বরগুনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পৌর মেয়র

ইফতেখার শাহীন: মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশের মানুষ যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক তখনই মঙ্গলবার ভরদুপুরে বরগুনা পৌর শহরের মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন বরগুনার পৌর মেয়র শাহাদাত হোসেন ।
পৌর শহরের ৫ হাজার দুঃস্থ অসহায়দের মাঝে চাল, আলু, ঔষধ ও সাবান বিতরণ করলেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বিতরণ করেছেন হ্যান্ডওয়াশ, হেক্সিসল ও মাস্ক এবং শহরের প্রত্যেকটা রাস্তায় জীবাণুমুক্ত স্প্রে প্রয়োগ করা হয়।
এ ব্যাপারে বরগুনা পৌর মেয়র বলেন, আমরা একটু সচেতন হলেই মহামারী করোনাভাইরাস মোকাবেলা করতে পারবো। আজ আমার পৌরশহরে যারা বাহিরে কাজ করতে পারছেননা, দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোর পাশে নিজ অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। যতক্ষণে এই মহামারী রোগ থেকে মুক্তি না পাবো ততদিন আমার এই কার্যক্রম অব্যহত থাকবে। আপনারা পরিবার পরিজন নিয়ে ঘরে থাকুন, আপনার দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে আমি আসবো। সবাই সাবান দিয়ে বেশি বেশি করে হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। অযথা কেউ বাইরে বের হবেন না। সরকারি আইন মেনে চলুন সুন্দর জীবন গড়ুন ।
Print Friendly

Related Posts