বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পদাতিক নাট্য সংসদ এর প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিমুল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- এবারের পদাতিক নাট্য সংসদের নাট্যোৎসব স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বজুড়ে করোনা মহামারি আকার ধারণ করেছে। থমকে গেছে পৃথিবী। বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে সকল সাংষ্কৃতিক কর্মকান্ড। বৈশ্বিক এই মহামারী তে শিল্পকলা একাডেমিও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ।
গত ১০ বছর ধরে পদাতিক নাট্য সংসদ আয়োজন করে আসছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা। প্রতি বছর এই নাট্যোৎসব এপ্রিলের ৬-১১ তারিখ অনুষ্ঠিত হয়। কিন্তু স্বার্বিক পরিস্থিতিতে তাই আগামি ৬-১১ এপ্রিল পদাতিক নাট্য সংসদ কর্তৃক আয়োজিত উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশ ও বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসলে, আমরা আবার এই উৎসবের আয়োজন করা হবে।