মোঃ রাসেল হোসেন: করোনা সতর্কতায় ঢাকা ধামরাইয়ের কর্মহীন রিক্সাচালক ও (তৃতীয় লিঙ্গ) হিজড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা।
বুধবার (১ এপ্রিল)) দুপুরে ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৫ শতাধিক রিক্সা চালক ও তৃতীয় লিঙ্গ হিজড়াদের এ খাদ্য সামগ্রী বিতরন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
খাদ্য সামগ্রী তালিকায় ছিল চাল, মসুরের ডাল, আলু, সয়াবিন তেল, পিয়াজ,সাবান ও কাঁচা মরিচ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমানসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
এছাড়া, করোনার ভয়াবহতা থেকে নিজে সতর্ক ও সচেতন থাকার পাশাপাশি পরিবাররের সদস্যদের প্রয়োজন ছাড়া বাইরে না আসার আহব্বান জানান পুলিশের এই কর্মকর্তা।