খান মাইনউদ্দিন, বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে ভর্তির ১০ মিনিটের মাথায় তিনি মারা গেছেন। ৫০ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায়।
এ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন রোগীর মৃত্যু হলো। তবে পূর্বে মারা যাওয়া দুই রোগীর নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি।
হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন জানান, বিকেলে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি শ্বাসকষ্ট, কাশি ও বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তাকে ভর্তির পরে করোনা ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু মিনিট দশেক পরেই তার মৃত্যু ঘটে।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এই ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কে অবহিত করা হয়েছে। এবং তাদের দেওয়া নির্দেশনা মেনে মরদেহের দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এছাড়া মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রেরণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন।