মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান।
৪৭ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার বৈরাগী ভাওড়া পশ্চিমপাড়ার বাসিন্দা। এতে ওই এলাকার প্রায় ৩০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন।স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। গতকাল রাত ১০ টার দিকে সেখানে থেকে মুঠোফোনে আমাকে ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত’র কথা জানানো হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, ওই গ্রামের একটি পাড়া লকডাউন করা হয়েছে, সেখানে প্রায় ৩০ টি পরিবার রয়েছে।ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, আবার কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানান তিনি।