দুমকিতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু, এলাকা লকডাউন

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।

বুধবার তার শরীরের নমুনা সংগ্রহ করে শনাক্তের জন্য আইইডিসিআরে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রিপোর্ট পাওয়ার কথা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই যুবক দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। সে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা গার্মেন্টস কর্মী।

জানা গেছে, সেখান থেকে ৪/৫ দিন আগে ওই যুবক পালিয়ে বাড়িতে আসেন। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। এর মধ্যে গত কয়েক দিন ধরে করোনা উপসর্গে (জ্বর, গলা ব্যাথা, হাঁচি-কাশি) ভুগছিলেন। বিষয়টি এলাকাবাসীর সহযোগিতায় প্রশাসনের নজরে যাওয়ার পর তিনি গত ২/৩ দিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা কম্পাউন্ড সংলগ্ন পশ্চিম পাশে নিজ বাড়িতেই তার মৃত্যু ঘটে। বিষয়টি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করেছে স্থানীয়রা।

কিন্তু রিপোর্ট আসার আগে স্পষ্টত বলাও যাচ্ছে না যে, সে প্রকৃত করোনা রোগী ছিলেন। তবে করোনার বেশিরভাগ উপসর্গই তার দেহে বিদ্যমান ছিলো বলে নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান বলেন, মৃত্যু হওয়া যুবকের এলাকার প্রায় শতাধিক ঘর লকডাউন করা হয়েছে।

Print Friendly

Related Posts