ছেঙ্গারচর পৌরসভায় খাদ্য সহায়তার চাল বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী ২, ৩, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের তিন শতাধিক পরিবারের মাঝে চাউল প্রদান করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

চাল বিতরণের সময় ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্না বেপারী বলেন, করোনা ভাইরাস মহামারী বৈশ্বিক মহামারি। এই মহামারি বাংলাদেশেও শুরু হয়েছে। তাই সরকার অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা ছেঙ্গারচর পৌরসভায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করলাম।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে, সচেতন হতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। সকলে সরকারি নির্দেশনা মেনে চলুন।

Print Friendly

Related Posts