ভোলা প্রতিনিধি: ভোলা দৌলতখানে বসত ঘরের মেঝে থেকে ৩৮ বস্তা সরকারি চালসহ ২ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলায় চর খলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিজি বাড়ি থেকে এই সরকারি চাল উদ্ধার করা হয়।
আটককৃত ৩৮ বস্তা চাল, ১০ টাকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
আটকরা হলেন মুদি ব্যবসায়ী জুয়েল (৩৫) ও তার ছোট ভাই কচি (৩২)। আটককৃত জুয়েল ও কচি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় ও প্রশাসন কতৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মিজি বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা চালসহ জুয়েল ও কচি নামের আপন দুই ভাইকে আটক করেন।
এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ জানান, ৩৮ বস্তা সরকারি চালসহ আটক ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পি/ভোলা