আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এতথ্যটি নিশ্চিত করেছেন।
আক্রান্তরা নাগরপুর উপজেলার পানান গ্রাম ও অপরজন ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা। এরআগে ঢাকা ফেরত নাগরপুরে আরও একজন করোনায় আক্রান্ত হয়। তার সাথে নতুন আক্রান্ত ব্যক্তিও ঢাকায় একত্রে ছিলেন। ভূঞাপুরে এরআগে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত তিনজন করোনায় আক্রান্ত হয়। নারায়ণগঞ্জ ফেরত আক্রান্ত ব্যক্তির সঙ্গে জিগাতলা গ্রামের নতুন আক্রান্ত ব্যক্তিও একত্র ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে রাত ১০টার দিকে দুইজনের করোনা পজেটিভ থাকার কথা ফোনে জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের বিষয়ে ব্যাবস্থা নিচ্ছে।’
এর আগে ভূঞাপুরে ৩জন, মধুপুরে ১ জন, ঘাটাইলে ১ জন, মির্জাপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন করোনাই আক্রান্ত হয়েছিলেন মোট ৭ জন ।