নূরপুরে ৮০০ অসহায় পরিবার সরকারী খাদ্যসামগ্রী পেয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে ৮০০ অসহায় পরিবার সরকারী খাদ্যসামগ্রী পেয়েছে। এগুলো ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় বিতরণ করা হয়।

একান্ত সাক্ষাৎকারে নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া এতথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দফায় এক টন চালের সাথে আলু, ডাল ও সাবান দেওয়া হয়। সর্বশেষ ২ টন চালের সাথে দেওয়া হয় আলু, ডাল ও সাবান। মোট ৮ টন চাল ১০ কেজি করে ৮০০ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির,শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউএনও সুমী আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নির্দেশনায় আমি (চেয়ারম্যান) ও পরিষদের মেম্বার মিলে বাড়ি বাড়ি এ চাল পৌঁছে দিয়েছি। এখানে একটি মহল ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে অপ্রচার চালিয়ে যাচ্ছে।

চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, পরিস্থিতি অনুযায়ী আরো ত্রাণ বরাদ্দ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছি। বরাদ্দ আসলে বাকী অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দ্রুত বিতরণ করা হবে।

এম এম চৌধুরী/এইচ

Print Friendly

Related Posts