জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কৃষি শ্রমিকের সংকট নিরসনে এগিয়ে এসেছে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক। তার নেতৃত্বে নেতা কর্মীরা দল বেঁধে মাঠে নেমে কৃষকের ধান কেটে দিচ্ছেন।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার গিলন্ড এলাকায় মোঃ শমসের মিয়ার জমিতে ধান কেটে দেন তারা।
এ সময় কাজী জুনায়েদ হোসেন প্রতীক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠ রয়েছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ আজকের এই কমর্সূচি।
প্রতীক বলেন, সদর উপজেলার অন্তর্গত গিলন্ড গ্রামের কৃষক মোঃ শমসের মিয়ার জমিতে বোরো ধান পেকে নষ্ট হয়ে যাচ্ছিল বৃষ্টিতে।লোক না পাওয়ার কারণে ধান কাটতে পারছিলেন না তিনি। আজকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার ক্ষেতের সকল ধান কেটে তার বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়। এভাবেই মানিকগঞ্জের সকল অসহায় কৃষকের পাশে থাকবে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।