ইয়াসির আরাফাত, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন’ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন `ভিএসএ’ । ২৫শে এপ্রিল, ছিল “বিশ্ব ভেটেরিনারি দিবস”।
বর্তমানে সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও করােনা ভাইরাসের মহামারী দেখা দেওয়ায় এ বছরের দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তাবিত সকল অনুষ্ঠান ( র্যালী, সেমিনার, ফ্রি প্রাণী চিকিৎসা ক্যাম্পেইন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ) স্থগিত করা হয়।
উক্ত দিবসটি পালনের জন্য বরাদ্দকৃত অর্থ ( ভিএসএ ফান্ড ) ও সম্মানিত ভেট. শিক্ষকদের অনুদানকৃত অর্থ একত্রে করে আর্থিকভাবে অসচ্ছল ( ডিভিএম ) ছাত্র – ছাত্রীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করেছে সংগঠনটি। ভিএসএ ফান্ডকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সম্মানিত দাতাব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ করে PSTU Vet Alumni – দের অনুরােধ করেছে যাতে এ দুর্যোগের দিনে সংগঠনটি অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে সম্মানিত ভেট শিক্ষকমণ্ডলীদের এই দুর্যোগের দিনে ছাত্র-ছাত্রীদের পাশে থাকায়। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।