মো. রাসেল হোসেন: বিশ্বজুড়ে করোনার প্রবাব পরেছে। করোনার লক ডাউন এর পরিস্থিতে সব থেকে বেশি বিপাকে পরেছে দিনমজুর খেটে-খাওয়া মানুষ গুলো। আর সেই কর্মহীনদের পাশে দাঁড়ালেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা প্রফেসর আওলাদ হোসেন।
ইউনিয়নের ১২৫০ জন দিনমজুর হতদরিদ্র প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল-ডাল-পিয়াজ সহ নিত্য প্রয়োজনীদ্রব্য বিতরনের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে তিনি ৫৫০ টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন শেষ করেছেন।
প্রফেসর আওলাদ হোসেন বলেন, মানুষ মানুষের জন্য আমি সোমভাগ বাসির পাশে থেকে সোমভাগ বাসির সেবা করতে চাই ”আমার নেতা জননেতা এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেছেন মানব সেবার বিকল্প নাই- মানব সেবাই হল পরকালের শান্তি ও মুক্তি।
তিনি আরো বলেন, আমার জন্ম সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামে আমি আপনাদেরই একজন সন্তান। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারলেই আমি ধন্য। এই মহামারী করোনা সংকটে কারো কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো।