আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নামে প্রথম এক নারী করোনা রোগীর (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এই তথ্যটি নিশ্চিত করেছেন।ওই নারীর মৃতদেহ ঢাকায় দাফন করা হবে।
পরিবারের সদস্যরা তার মৃতদেহ গ্রহণ না করায় আর মারকাজুল নামের একটি সংগঠন তাকে দাফন করবে বলে মির্জাপুর থানা পুলিশ ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনকে জানিয়েছেন। তার একমাত্র ছেলে দেলোয়ার হোসেন সেনাবাহিনীতে কর্মরত।
তিনি বর্তমানে মিশনে রয়েছেন বলে ইউপি চেয়ারম্যান জানান। রেনু বেগম উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত. এমারত হোসেনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর পালিত এক মেয়ে নিয়ে ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন।
গত রোববার(২৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যকর্মীরা ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।এর মধ্যে দুজনের করোনা পজেটিভ আসে ও চারজনের নেগেটিভ রিপোর্ট আসে।