আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত চিকিৎসকের বাড়ি ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হল।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রামপদ রায় বলেন, আক্রান্ত ডাক্তার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোনও রোগী দেখেননি।তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও নমুনা সংগ্রহ করেননি। ওই চিকিৎসকের বাড়িসহ লকডাউন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।