করোনাকে জয় করলেন ৬০ বছরের মা, ২৭ বছরের ছেলে

মো. রাসেল হোসেন: ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস জয় করলো ৬০ বছর বয়সী মা ও ২৭ বছরের ছেলে। ১৪ দিন আইসোলেশনে চিকিৎসা নেওয়ার পর তাদের আজ (৪ মে) দুপুরে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এই তথ্য নিশ্চিত করেন।

ডাঃ নূর রিফফাত আরো জানান, প্রথমে ১৬ এপ্রিল ছেলের করোনা পজিটিভ আছে। এর দুইদিন পর তার মায়ের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে তারও করোনা পজিটিভ আসে। সেদিন থেকেই তাদের নিজ বাড়ি ধামরাইয়ের হাজীপুরে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়৷ আইসোলেশনে রাখার ১৪ দিনের মধ্য আরও দুইবার তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা নেগেটিভ আসলে আজ দুপুরে তাদের বাড়িতে গিয়ে মা-ছেলেকে ছাড়পত্র দিয়ে আসা হয়।

এবং সেই সাথে তাদের সুস্থ থাকার জন্য বাড়িতেই থাকার পরামর্শ দেওয়াসহ ভিটামিন-সি সমৃদ্ধ পুষ্টিকর খাবার উপহার দেওয়া হয়।

এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয় ৩২৯ জনের তার মধ্যে আক্রান্ত ৭ জন। ৭ জনের ভেতরে তিনজনে সুস্থ হয়েছেন।

Print Friendly

Related Posts