জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে অরাজনৈতিক, সমাজসেবামূলক ও বন্ধু সংগঠন ‘উদ্যোগ ৯৬’ এর অর্থায়নে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন দেড় শতাধিক অসহায় পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুজ্জামান এমএ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, ৫নং দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খান সোহান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল উদ্দিন, সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্যোগ ৯৬’ এর সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন খান, সদস্য নাছির উদ্দিন মুন্সি, মোজাম্মেল হক, জসিম উদ্দিন, শাহাদাত লস্কর, নজরুল ইসলাম মামুন। বিশেষভাবে সহায়তা যোগিয়েছেন, সাবেক সফল সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান তপন, প্রবাসী ইসমাইল হোসেন, প্রবাসী কায়সার, প্রবাসী নুরুন্নবী, ডা. মামুনুর রশিদ মামুন, মাহবুবুল আলম মানিক, সাংবাদিক আব্দুল বারী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন লস্কর, মহসিন কবির, ইব্রাহিম খলিল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু সায়েম অনিক প্রমুখ।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, খেজুর আধা কেজি, সেমাই এক প্যাকেট ও ১ পিচ সাবান। দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে যাচাই বাছাই করে অসহায় পরিবারগুলোকে এ সহায়তা দেয় ‘উদ্যোগ ৯৬’।
২০১০ সালে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে ওঠে সংগঠনটি। এরপর থেকে যেকোন দুর্যোগে অসহায় পরিবারের পাশে দাড়াঁয় সংগঠনের নেতৃবৃন্দ। অসহায় পরিবারকে খাদ্য সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক কর্মকান্ড, ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগীতাসহ নানান ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম করেন তারা।